এই তিন ভুলের জন্য RCB এর কাছে পরাস্ত হল কলকাতা নাইট রাইডার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২২ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে পরাস্ত হল কলকাতা নাইট রাইডার্স। বুধবার ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে চরম ব্যাটিং বিপর্যয় ঘটে নাইটদের, আর শেষ অবধি তিন উইকেটে জয় হাসিল করে আরসিবি।
পরাজয় নিয়ে বিশেষজ্ঞরা নানা ধরণের মতামত ও বিশ্লেষণ করছেন। তবে এই হারের পিছনে দায়ী এই তিনটি ভুল, যা কেকেআর করেছে।
কলকাতা নাইট রাইডার্সের অধিকাংশ ব্যাটারদের আউটের ধরণ অনেকটাই এক। শর্ট বলে ঠিকমত শট খেলতে না পেরে আউট হয়েছেন ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, নীতিশ রানার মত অনেকে। আরসিবি বোলাররা ক্রমাগত শর্ট লেংথে বল করে গিয়েছে, যা থেকে উইকেট দিয়ে গিয়েছে নাইট ব্যাটাররা।
চমৎকার ফর্ম নিয়ে বুধবার ব্যাট করতে নেমেছিলেন শ্রেয়াস আইয়ার। খেলছিলেন কিছু ভালো শটও। কিন্তু এক দিক থেকে যখন তিন উইকেট পড়ে গিয়েছিল, তখন শ্রেয়াসকে কিছুটা ধৈর্যশীল হতে হত। কিন্তু টি২০ ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার ওয়ানিন্দু হাসরঙ্গার বিরুদ্ধে ঝুঁকিপূর্ণ শট খেললেন, এবং আউটও হলেন।
ব্যাট করতে নেমে সেই পুরোনো আন্দ্রে রাসেলকে দেখা গিয়েছিল, ছক্কার ঢেউ শুরু করে দিয়েছিলেন। কিন্তু রাসেল যখন নেমেছিলেন, তখন ১১ ওভার বাকি ছিল, এবং স্যাম বিলিংস আউট হওয়ার পর তিনিই ছিলেন একমাত্র ব্যাটার। কিন্তু সেই সময় নিজের আগ্রাসন দেখাতে গিয়ে বাইরের বল মেরে বসেন রাসেল, যা সোজা চলে যায় দীনেশ কার্তিকের হাতে। রাসেল যখন আউট হন, তখনও ৬ ওভার বাকি ছিল। সুতরাং রাসেলকে আরও বেশি দায়িত্ব নিতে হত, পুরো শেষ অবধি ব্যাট করে যাওয়ার।