আইপিএলের আগে মুম্বইয়ে সন্ত্রাসবাদের হুঁশিয়ারি! নিরাপত্তা বাড়াল মহারাষ্ট্র এটিএস ও পুলিশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আর কয়েক দিন পরেই শুরু হবে আইপিএল ২০২২। এই বছর মহারাষ্ট্রের মুম্বই, নভি মুম্বই ও পুনেতে আয়োজিত হবে আইপিএলের গ্রুপ পর্বের ম্যাচগুলি। জৈব বলয়ের মধ্যে এই টুর্নামেন্ট আয়োজিত হওয়ায় নিরাপত্তা জোরদার হয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে সন্ত্রাসবাদের আঁচ নামল বানিজ্যনগরী মুম্বইয়ে।
জানা গিয়েছে, আইপিএল নিয়ে প্রথম নিরাপত্তা পর্যালোচনা বৈঠকে খবর এসেছে, ওয়াংখেড়ে স্টেডিয়াম ও হোটেল ট্রাইডেন্ট পরিদর্শন করে গিয়েছে একাধিক সন্ত্রাসবাদী সংগঠন। এই খবরটি এসেছে অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের (এটিএস) কাছে আটক এক সন্দেহভাজনের তরফ থেকে।
আর এই কারণে আইপিএলের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের নিরাপত্তা আরও বাড়িয়ে দেবে মহারাষ্ট্রের অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড। এছাড়া ক্রিকেটার ও সংশ্লিষ্ট কর্মী এবং আইপিএল খেলোয়াড়দের হোটেলগুলিতেও নিরাপত্তা বাড়ানো হবে,
যদিও মুম্বই পুলিশ কমিশনার সঞ্জয় পান্ডে জানিয়েছেন যে আইপিএলে সন্ত্রাসবাদী হুমকির খবর ভিত্তিহীন। এই নিয়ে টুইটারে পান্ডে বলেছেন, "আইপিএলে সন্ত্রাসমূলক হুমকি নিয়ে খবর ভিত্তিহীন। দয়া করে এই ধরণের খবরে ভরসা করবেন না।"
এদিকে সাধারণ মানুষদের নির্দেশ দেওয়া হয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামের কাছে মেরিন ড্রাইভের আশেপাশে নিজেদের গাড়ি না রাখতে।