মোহালিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতীয় ক্রিকেট দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ইতিহাস গড়ল ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়াকে হারানোর পাশাপাশি আইসিসি ব়্যাঙ্কিংয়ে তারা শীর্ষস্থান দখল করল। ক্রিকেটের তিনটে ফরম্যাটেই ভারত আপাতত এক নম্বরে রয়েছে।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপের সাতটি ভেন্যু ঘোষণা করল আইসিসি
মোহালিতে প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ উইকেটে জয়ী হওয়ার পরে ভারত ঘরের মাঠে বিশ্বকাপের আগে বাড়তি অক্সিজেনতো পেলই তার সঙ্গে এই জয়ের ফলে ভারত ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে (১১৫ রেটিং) পিছনে ফেলে একদিনের ক্রিকেটে র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেল। অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে রয়েছে।
এই জয়ের ফলস্বরূপ, ভারত এখন টেস্ট এবং টি-টোয়েন্টিতে শীর্ষস্থান দখল করার পাশাপাশি একদিনের ক্রিকেটে এক নম্বর দল হিসেবে ক্রিকেটের সমস্ত ফরম্যাটেই সর্বোচ্চ স্থান দখল করল।