ধোনি তামিলনাড়ুর দত্তকপুত্র!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ তামিলনাড়ুর ‘দত্তক পুত্র’ মহেন্দ্র সিং ধোনি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ভারতের বিশ্বজয়ী অধিনায়ককে এমনই সম্মান দিলেন।
ধোনি রাঁচির সন্তান হলেও চেন্নাইয়ে তিনি দারুণ জনপ্রিয়। আইপিএলে তিনি চেন্নাই সুপার কিংসকে দিয়েছেন অনেক সাফল্য। জনপ্রিয়তা তাঁর গগনচুম্বী। তামিলনাড়ু রাজ্য সরকারের তৈরি তামিলনাড়ু চ্যাম্পিয়নশিপ ফাউন্ডেশনের অ্যাম্বাসাডর করা হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।
তামিলনাড়ু চ্যাম্পিয়নশিপ ফাউন্ডেশনের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্ট্যালিন। সেখানে দেখা যায় মহেন্দ্র সিং ধোনিকে। জমকালো অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জানান, তাঁর সরকার ক্রিকেটে অসংখ্য ধোনি তৈরি করতে চায়। অন্যান্য খেলাতেও তারকা তৈরির দিকে নজর দেওয়া হবে। এখানেই তিনি জানালেন ধোনি হচ্ছেন তামিলনাড়ুর দত্তকপুত্র।