রিঙ্কু সিংকে সতর্ক করে দিলেন সুনীল গাভাস্কার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে যেন অন্য জগতে রয়েছেন রিঙ্কু সিং। উত্তরপ্রদেশের ২৫ বছরের এই ব্যাটার বর্তমানে ভারতীয় ক্রিকেটের শিরোনামে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচটি ছয় মেরে নায়ক হয়ে গিয়েছেন রিঙ্কু।
কিন্তু এই সাফল্য সত্ত্বেও রিঙ্কুকে সতর্ক করে দিলেন কিংবদন্তি সুনীল গাভাস্কার। এই নিয়ে কথা বলতে গেলে, তিনি 'দ্বিতীয় মরশুমের রোগ' এর কথা তুলে ধরেছেন। উদাহরণ হিসেবে তিনি দেবদত্ত পাডিক্কল, উমরান মালিকদের মত ক্রিকেটারদের তুলে ধরেছেন।
এই নিয়ে গাভাস্কার নিজের কলামে লিখেছেন, "নিশ্চই, উনি এখন সকলের নজরের কেন্দ্রবিন্দুতে থাকবেন এবং তাকে নিয়ে অনেক চাহিদা থাকবে। এতে কোনও অন্যায় নেই সাফল্যকে মাথায় তুলে ধরার, কিন্তু খেয়াল রাখতে হবে, রাতের পরেই দিন আসে, আর পতন অবশ্যম্ভাবী। একজন কিভাবে এই পতনের পর নিজেকে তুলে ধরতে পারে, সেটাই গুরুত্বপূর্ণ।"
"এমন অনেকে থাকবে যারা আপনাকে উঁচুতে তুলে ধরলেন এবং সেই বিশ্বাস আপনাকে দেবে যে আপনি আবারও এটি করতে পারবেন। যখন এমনটা হবে, তখন সেই মানুষটা শুধু ভালো খেলোয়াড়ই হবেন না, বরং একজন ভালো মানুষও হবেন যিনি জীবনের দুই দিকই দেখেছেন এবং জানেন কোনটির পিছনে ছোটা উচিত। অনেকে সাফল্য পাওয়ার পর হারিয়ে গিয়েছে, কারণ পরিবার ও বন্ধুদের তরফ থেকে কোনও সমর্থন ছিল না।"
এই মুহুর্তে কলকাতার ব্যাটিংয়ের অন্যতম ভরসা হয়ে উঠেছেন রিঙ্কু। চলতি আইপিএলে পাঁচ ম্যাচে ১৭৮ রান করেছেন রিঙ্কু। সদ্য সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলেন রিঙ্কু।