কেকেআরকে ম্যাচ জিতিয়েও বড় শাস্তি পেলেন এই তারকা ব্যাটার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ অবশেষে স্বস্তির আবহ নাইট শিবিরে। ২০২৩ আইপিএলে পর পর ৪ টি ম্যাচে হারার পর অবশেষে জয়ের সরণীতে কলকাতা নাইট রাইডার্স। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২১ রানে জয় লাভ করে নাইট বাহিনী। আর এই জয়ের অন্যতম কান্ডারী ইংল্যান্ডের তারকা ব্যাটার জেসন রয় ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেললেও ম্যাচ শেষে আইপিএলের তরফে পেলেন বড় শাস্তি।
খবর অনুযায়ী, আইপিএল কমিটি জেসন রয়ের ম্যাচ ফি-এর ১০ শতাংশ কেটে নিয়েছে শাস্তি হিসাবে। প্রসঙ্গত আরসিবি বোলারদের বিরুদ্ধে পাওয়ার প্লেতে দুর্দান্ত ব্যাটিং করেন জেসন। কিন্তু ২৯ বলে ৫৬ রান করে তিনি আউট হয়ে যান। তিনি যে ইনিংস খেলছিলেন তাতে তিনি তাঁর দলের জন্য আরও বেশকিছু রান যোগ করতে পারতেন। তবে বিজয়কুমারের বলে বোল্ড হন জেসন। আর তাতেই নিজের প্রতি হতাশ হয়ে উইকেটের একটি বেল-এ আঘাত করেন। আর এর জেরে আইপিএলের নিয়মলঙ্ঘন করেন তিনি।
আইপিএল এর তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয় যে, "বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স দলের খেলোয়াড় জেসন রয় আইপিএল এর কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করায় ম্যাচ ফি এর ১০% কেটে নেওয়া হয়েছে। রয় আইপিএল কোড অফ কন্ডাক্টের আর্টিকেল ২.২ এর লেভেল ১ অপরাধ করেছেন।"
জেসন রয়ের এই বিধ্বংসী ফর্ম অবশ্যই ভরসা যোগাবে নাইট ভক্তদের। তবে আইপিএলের নিয়ম লঙ্ঘন করতে থাকলে সমস্যায় পরবে কেকেআর, তা বলাই যায়।