মাহি তোমারে সেলাম! CSK এর অধিনায়কত্ব ছাড়ার পর এমএস ধোনিতে ছেয়ে গেল সোশ্যাল মিডিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এ যেন বিনা মেঘে বজ্রপাত! বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের তরফ থেকে জানানো হয়, আসন্ন আইপিএল ২০২২ এর আগে দলের অধিনায়কত্ব ছাড়ছেন মহেন্দ্র সিং ধোনি। আর এই গুরুদায়িত্ব ধোনি অর্পণ করেছেন রবীন্দ্র জাদেজার হাতে।
গত ১২ মরশুমে চেন্নাই সুপার কিংসের হয়ে অধিনায়কত্ব করেছেন ধোনি, জিতেছেন চারটি আইপিএল ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি২০ খেতাব। সিএসকে এর হয়ে ২০৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি, যেখানে ১২১টি ম্যাচ জিতেছে চেন্নাই, হেরেছে ৮২টি।
আর এই অসাধারণ সফরের পর ধোনির এই বিদায়ে আবেগঘন হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া। টুইটারে কে কি বললেন, জেনে নিন -