মাঠে আইপিএলের খেলার মাঝেই গ্যালারিতে চলছে চুম্বনের খেলা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুহুর্ত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্বের সর্ববৃহৎ ও সর্বাধিক জনপ্রিয় টি২০ লিগ আইপিএল বর্তমানে চলছে। ইতিমধ্যেই একাধিক দারুণ মুহুর্তের উপহার দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। শনিবার পুনের এমসিএ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস।
আর এই ম্যাচে তারকার সমাহার ছিল দেখার মত। মহম্মদ শামি, রশিদ খান, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়ার মত সুপারস্টাররা নিজেদের চমক দেখাচ্ছিলেন মাঠে। কিন্তু মাঠের বাইরে যেন অন্য খেলাই চলছিল। হঠাতই দেখা যায়, গ্যালারিতে দুই প্রেমিক-প্রেমিকা একে অপরকে চুম্বন করছেন। আর তা ধরা পড়েছে সম্প্রচারকারীদের ক্যামেরায়।
বিগত কয়েক আইপিএলে ক্যামেরা পার্সনদের কাজের আলোচনা ক্রমশই বেড়েছে, যেখানে মাঠের অ্যাকশন ছাড়াও মাঠের বাইরে দারুণ কিছু দৃশ্য দেখিয়ে এসেছে ক্যামেরা পার্সনরা। এবং এই চুম্বনরত দৃশ্য ক্যামেরায় উঠে আসায় সেই মুহুর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এইভাবে নেটিজেনরা নানা ধরণের মিম ও ট্রোলে ভরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া।