শ্রেয়স আইয়ারের সুপারস্টার হওয়ার সমস্ত রসদ রয়েছে, এমনটাই মনে করেন কেকেআর হেড কোচ ম্যাককালাম

এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক : শুত্রুবার সাংবাদিক সম্মেলনে কেকেআরের হেড কোচ ব্র্যান্ডন ম্যাককালাম তাদের নব অধিনায়ক শ্রেয়স আইয়ারের ভূয়সী প্রশংসা করেন এবং তার বক্তব্যের মধ্যে এটাও বুঝিয়ে দেন যে শ্রেয়সই তার দের অন্যতম মূল তুরুপের তাস। তিনি বিশ্বাস করেন যে ভবিষ্যতে শ্রেয়স একজন সুপারস্টার হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন। তিনি আরও মনে করেন যে শ্রেয়সের মধ্যে এই দশকের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার হওয়ার সব রসদ আছে।
ম্যাককালাম বলেন,"শ্রেয়স বেশ ভালো ক্রিকেটার,দশকের সেরা অংশে কেকেআরের ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড় হতে পারেন তিনি। আমাদের আগামীকাল শুরুটা ভালো করতে হবে।" তিনি যোগ করেন,"তিনি ইতিমধ্যেই বিশ্বজুড়ে অবিশ্বাস্যভাবে সম্মানিত হয়েছেন তার খেলার জন্য, তার সেরা বছরগুলো অবশ্যই তার সামনে।আমার মনে হয় তার ক্রিকেটার হিসেবে একজন সুপারস্টার হওয়ার সম্ভাবনা আছে তাই আমি তার সাথে কাজ করার জন্য অপেক্ষা করতে পারছি না।''