কলকাতা নাইট রাইডার্সে বিপাকে পড়েছিলেন! ১৪ বছর পর কাহিনী শেয়ার করলেন শোয়েব আখতার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০০৮ সালের আইপিএলে প্রথম ও আপাতত শেষবার খেলেছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। আর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। তবে এসেই এমন এক বিপাকের শিকার হয়েছিলেন পাকিস্তানের স্পিডস্টার, যা সত্যিই অবাক করার মত।
সেই সময় নিষেধাজ্ঞার শাস্তিতে ভুগছিলেন পাক পেসার, যার ফলে খুব বেশি ম্যাচ খেলতে পারছিলেন না। এই পরিস্থিতিতে তৎকালীন নাইট রাইডার্স কোচ জন বুকানন তাকে আনফিট ঘোষণা করেছিলেন। আর তার জন্য প্রায় আট ম্যাচ অপেক্ষা করতে হয়েছে আখতারকে মাঠে নামার জন্য।
এই নিয়ে এক সাক্ষাৎকারে আখতার বলেছেন, "আমি নিষেধাজ্ঞার শাস্তি ভুগছিলাম যখন আমি কেকেআর শিবিরে যোগ দিই এবং ম্যাচ খেলিনি। জন বুকানন সৌরভ গাঙ্গুলিকে বলেছিলেন যে ও খুব একটা ফিট নয়। তার উত্তরে গাঙ্গুলি বলেছিলেন যে ও সব সময় আনফিট, ওকে নিয়ে চিন্তা করো না। ও হাফ আনফিট থাকলেও ঠিক থাকবে।"
আট ম্যাচ অপেক্ষা করার পর অবশেষে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) এর বিরুদ্ধে নামেন আখতার। আর সেই ম্যাচে মাত্র ১১ রানে চার উইকেট নেন তিনি। সেই পারফর্মেন্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচ পুরষ্কারও পান আখতার।