মুম্বইয়ের মাটিতে শচীনকে আউট করে মৃত্যুভয় পেয়েছিলেন আখতার, বাঁচিয়ে দেন সৌরভ গাঙ্গুলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০০৮ সালের আইপিএলে প্রথম ও শেষবার পাকিস্তানের ক্রিকেটাররা খেলেছিলেন। কলকাতা নাইট রাইডার্সে অধিনায়ক সৌরভ গাঙ্গুলির অধীনে খেলেছিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার। আর সেই সময়ের নানা ঘটনা শেয়ার করেছিলেন শোয়েব।
এরকমই একটি ঘটনা হল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একটি ম্যাচে। যেখানে শোয়েব আখতার মুম্বইয়ের মাটিতে শচীন তেন্ডুলকরকে আউট করেছিলেন। যা নিয়ে স্বয়ং সৌরভ গাঙ্গুলি আখতারকে প্রশ্ন করেছিলেন কেন তিনি শচীনকে আউট করেছিলেন।
এই নিয়ে এক সাক্ষাৎকারে শোয়েব বলেন, "আমরা খুব কম রান তুলেছিলাম। যখন ম্যাচ শুরু হয়েছিল, পরিবেশটা উত্তেজক ছিল। এটা শচীনের শহর ছিল, মুম্বই। তখন ছিল শচীন তেন্ডুলকর বনাম শোয়েব আখতার, আর আমাদের কেকেআরে শাহরুখ খান স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।"
"খুব সুন্দর মাঠ ছিল আর পরিবেশটাও দারুণ ছিল। স্টেডিয়াম পুরো ভর্তি ছিল। কিন্তু আমি শচীন তেন্ডুলকরকে আউট করি প্রথম ওভারেই, আর সেটি খুব বড় ভুল ছিল। তখন আমি অনেক গালাগাল খাই যখন আমি ফাইন লেগে দাঁড়িয়ে ছিলাম।"
শেষে শোয়েব বলেন, "সৌরভ গাঙ্গুলি আমায় মিড উইকেটে ফিল্ডিং করতে বলে যেহেতু এই মানুষরা আপনাকে মেরে ফেলবে। ও জিজ্ঞেস করে কে বলেছিল তোমায় শচীনকে আউট করতে? তাও আবার মুম্বইয়ে?"