ধোনির ব্যাট নিয়ে আবেগঘন কাহিনী শেয়ার করলেন শাইক রশিদ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২২ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য শাইক রশিদ বর্তমানে চেন্নাই সুপার কিংস দলে রয়েছে। এবং যে কোনও তরুণ ক্রিকেটারের মত, শাইক রশিদও খুশি মহেন্দ্র সিং ধোনির মত কিংবদন্তির সাথে ড্রেসিংরুমে শেয়ার করতে পেরে।
এবার ধোনির প্রতি নিজের আবেগ নিয়ে বিশেষ কাহিনী শেয়ার করলেন শাইক রশিদ। চেন্নাই সুপার কিংসের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওতে, রশিদ জানিয়েছেন কিভাবে তিনি ধোনির খেলা রিবক ব্যাট কিনতে পারেননি এবং শেষ অবধি সেই ব্যাট নিজের করে ফেলেছিলেন।
এই নিয়ে রশিদ বলেছেন, "আমার যখন আট বছর বয়স ছিল, জন্মদিনে আমি আমার বাবাকে বলি যে আমার একটি রিবক ব্যাট লাগবে। ধোনি ভাই সেই ব্যাটটি দিয়ে খেলতেন এবং সেই সময়ে আমাদের কাছে এত অর্থ ছিল না। তাই আমরা সেই ব্যাট কিনতে পারিনি। এরপর, একটি গোটা দিন জুড়ে, আমি কাঁদছিলাম।"
"এরকম একটি ম্যাচে আমি বল বয় ছিলাম, যেখানে আমি একজনকে রিবক ব্যাট দিয়ে খেলতে দেখেছি, আর কোনওভাবে আমি আমার আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি ঐ ব্যাট দিয়েই খেলতে চেয়েছিলাম।"
এরপর ২০২৩ আইপিএল নিলামে ২০ লক্ষ টাকা দিয়ে চেন্নাই কেনে শাইককে। তারপর ধোনির সাথে তার প্রথম সাক্ষাৎ নিয়েও কথা বলেছেন শাইক।
"মাহি ভাই বললেন, 'হাই'। এটি আমার কাছে খুবই স্পেশ্যাল ছিল। প্রথমে ওনার সাথে বাসে দেখা হয় আর তারপর মাঠে দেখতে পাই। মাহি ভাই শুধু বলেছিলেন, 'শুধু যা জান সেটাই করো।' উনি আমায় আমার ক্ষমতা অনুযায়ী পারফর্ম করতে বলেছেন।"
"অনুশীলন শেষ করার পর আমি শিখেছি কিভাবে টি২০ ফর্ম্যাটের জন্য প্রস্তুতি নেওয়া যায়। যখন আমি বোলিং করছিলাম, মাহি ভাই উপদেশ দিয়েছিল কি করা উচিত। আর উনি বল মারার পর আমায় পরামর্শ দিতেন।"