স্টার মেকার কেকেআর! ১৮ বছর বয়সী রঘুবংশীর ঝড়ো ইনিংসে মজে শাহরুখ খান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: জীবনের প্রথম আইপিএল ম্যাচে আংক্রিশ রঘুবংশীর তাঁর অসাধারণ পারফরম্যান্সের দরুণ মাঠে উপস্থিত শাহরুখ খান সহ দর্শকদের মুগ্ধ করেছেন। রঘুবংশীর মাত্র ২৭ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস, যার মধ্যে রিভার্স স্কুপের মতো শর্ট, সমর্থকদের কার্যত অবাক করে দিয়েছে।
শাহরুখ, তাঁর দলের প্রতি সবসময়ই আবেগপূর্ণ সমর্থনের জন্য পরিচিত, রঘুবংশীর এই দুর্দান্ত ইনিংসের পর শাহরুখ তাঁর উত্তেজনা ধরে রাখতে পারেননি। চেয়ার থেকে উঠে, তিনি তরুণ ক্রিকেটারকে সাধুবাদ জানান ও একটি থাম্বস আপ দিয়ে তাঁর প্রশংসাও করেন।
এদিন ম্যাচের শুরুতে সুনীল নারাইনের সঙ্গে রঘুবংশীর জুটি কেকেআরের বড় রান করতে সাহায্য করেছে। এই জুটি শুরুতে মাত্র ৪৮ বলে ১০৪ রান করে। ইনিংস শেষে রঘুবংশী বলেন, "আমি শুধু বল দেখেছি আর মেরেছি। গত কয়েক সপ্তাহে নেটে প্রচুর পরিশ্রম করেছি। তারই সুফল পেলাম। সুনীলের খেলা দেখে খুব মজা লেগেছে। সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটা খেলে মনে হয়েছিল, কোনও রানই জেতার মতো সুরক্ষিত নয়। আমাদেরও বল করতে হবে। সঠিক জায়গায় বল ফেলতে হবে। ওদের ভুল করতে বাধ্য করতে হবে।"
কিন্তু কে এই আংক্রিশ রঘুবংশী ?
রঘুবংশী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২২-এ ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন। তিনি ৬ ম্যাচে শতরান ও অর্ধশতরান মিলিয়ে মোট ২৭৮ রান করেন। মূলত দিল্লি থেকে, তিনি মুম্বাইতে চলে আসেন ও ঘরোয়া ক্রিকেট খেলেন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের দরুন ও নভেম্বর মাসে বিজয় হাজারে ট্রফি ম্যাচে কেরালার বিরুদ্ধে দ্রুত অর্ধশতরান করার কারণে আইপিএল ২০২৪ খেলার সুযোগ পেয়ে যান তিনি।