আন্দ্রে রাসেলের সাথে ব্যাটিং করতে গিয়ে জীবন হারানোর ভয় পেয়েছিলেন স্যাম বিলিংস!!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রান তাড়া করে দুরন্ত জয় পায় কলকাতা নাইট রাইডার্স। আর এই জয়ে বড় ভূমিকা রাখেন আন্দ্রে রাসেল। ৩১ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন রাসেল।
কিন্তু তার সাথে যোগ্য সঙ্গত দেন ইংরেজ উইকেটকিপার স্যাম বিলিংস। রাসেলের সাথে অপরাজিত পার্টনারশিপ গড়ে কলকাতাকে ছয় উইকেটের জয় এনে দেন। তবে বিলিংস জানিয়েছে, রাসেলের সাথে ব্যাট করার সময়ে ভয়ে ভয়ে ছিলেন।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে বিলিংস বলেন, "খুবই নিশ্চয়তায় ছিলাম, আমায় খুব ভালোভাবে সামলে রেখেছিল আজ। আমি সেরা জায়গাতে ছিলাম এবং রাসেলের তরফ থেকে দারুণ একটি পারফর্মেন্স দেখলাম। আমি খুবই ভাগ্যবান যে আমি দাঁড়িয়ে ছিলাম। আমার জীবনের ভয় চলে এসেছিল কয়েক বার, যেমনটা আমরা দেখেছি, তবে খুবই স্পেশাল ইনিংস ওর তরফ থেকে।"
এরপর রাসেলের সাথে পার্টনারশিপ নিয়ে বিলিংস বলেন, "ও দেখিয়ে দিয়েছে কি অসাধারণ পারফর্মার, এমন অবস্থায় ও যেন বিশ্বের সেরা। আমার কাছে, সেই জায়গায় খেলা ধরে রাখাটা আর ওকে সাপোর্ট দেওয়াটা গুরুত্বপূর্ণ। ও সেই সময়ের তারকা ছিল এবং আমি ওকে ওর খেলা খেলতে দিয়েছি। আমার কাছে, যদি ও আউট হয়েযেত, তাহলে খেলাটিকে গভীরে নিয়ে যেতে হত।"