'রাসেল' হয়ে উঠেছে প্যাট কামিন্স! ক্যাপ্টেন শ্রেয়াস শান্ত - নানা কথা শেয়ার স্যাম বিলিংসের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইতিমধ্যেই ভালো ছন্দে রয়েছেন ইংরেজ কিপার-ব্যাটার স্যাম বিলিংস। ৩০ বছরের এই তারকা এবারের আইপিএলে পাঁচ ম্যাচে ৯৫ রান করেছেন, ফলে নিঃসন্দেহে নাইটদের জন্য বিলিংস একটি বড় ভূমিকা রেখেছেন।
টাইমস অফ ইন্ডিয়ার এক বিশেষ সাক্ষাৎকারে স্যাম বিলিংস কলকাতা নাইট রাইডার্সের বিভিন্ন বিষয়ের কথা তুলে ধরেছেন। প্যাট কামিন্স, আন্দ্রে রাসেল ও শ্রেয়াস আইয়ারকে নিয়ে নানা কথা বলেছেন বিলিংস।
আন্দ্রে রাসেলের সাথে ব্যাট করা নিয়ে বিলিংস বলেছেন, "ভয়ঙ্কর। উনি (রাসেল) অসাধারণ এবং বিশ্বের অন্যতম সেরা। ওনার হাতে অসম্ভব শক্তি। উনি এমন একজন খেলোয়াড়, যিনি ছন্দে থাকলে খেলা ঘুরিয়ে দিতে পারেন এবং দলের থেকে চাপ নিতে পারেন। এমন সময় আসে যখন উনি ব্যাট করতে নামবেন এবং এমন সময় আসবে যখন বাকিরা ওনার চারপাশে ব্যাট করবে। উনি খুবই আক্রমণাত্মক। দারুণ খেলোয়াড় দলে রাখার জন্য, উনি অসাধারণ।"
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্যাট কামিন্সের বিধ্বংসী ইনিংস নিয়ে বিলিংস বলেছেন, "অসাধারণ। ও আন্দ্রে রাসেল হয়ে গিয়েছিল, তাই না? কামিন্সের ইনিংস আমার দেখা অন্যতম সেরা। কেবল দুর্দান্ত স্ট্রাইকিং দেখতে পেয়েছি। ও একজন অল রাউন্ডার। দারুণ বল করে, ৯০ মাইল গতিতে বল করে এবং দুই দিকেই বল সুইং করায়। কিন্তু নিঃসন্দেহে ও একজন অলরাউন্ডার।"
শেষে ব্যাটার ও অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে নিয়ে বিলিংস বলেছেন, "আমি খুবই খুশি শ্রেয়াসের উপর। মানুষ, খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে গত কয়েক বছরে ওর উন্নতি দেখার মত। পাঁচ-ছয় বছর আগে যখন আমরা এক সাথে খেলতাম, ও খুবই শান্ত আর আত্মবিশ্বাসী ছিল। ও নিজের ক্ষমতা নিয়ে খুবই আত্মবিশ্বাসী। ওর মধ্যে অসাধারণ কর্মক্ষমতা রয়েছে। শ্রেয়াস অধিনায়ক হিসেবে খুবই শান্ত। ও নিজের খেলোয়াড়দের সমর্থন করে এবং স্বাধীনতা চায়। ও একজন জাত অধিনায়ক। কোনও সন্দেহ নেই যে ও এগিয়ে যাবে এবং এত বছর ধরে বিভিন্ন দলকে নেতৃত্ব দিয়েছে। ও আমার খুব ভালো বন্ধু এবং এমন একজন যে আমার উন্নতিতে অনেক সাহায্য করেছে।"