IPL 2022 : শেল্ডন জ্যাকসনের কিপিং যেন মনে করিয়ে দিল ধোনিকে, প্রশংসা শচীন তেন্ডুলকরের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকর মুগ্ধ কলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপার শেল্ডন জ্যাকসনের উপর। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে অসাধারণ কিপিং করেন জ্যাকসন, যার মধ্যে রয়েছে রবিন উথাপ্পাকে দ্রুতগতিতে স্টাম্প করাটা।
ইনিংসের অষ্টম ওভার করছিলেন বরুণ চক্রবর্তী, সেই সময় ব্যাট করছিলেন রবিন উথাপ্পা, যিনি বেশ ভালো ব্যাটিং করছিলেন। এরপর বরুণ লেগ স্টাম্পের বাইরে একটি বল করেন, যা উথাপ্পা এগিয়ে এসে খেলতে যান। কিন্তু বল মিস করায় জ্যাকসন বিদ্যুতগতিতে স্টাম্প করে দেন উথাপ্পাকে।
আর এই অসাধারণ স্টাম্পিংয়ের প্রশংসায় টুইটারে লেখেন শচীন তেন্ডুলকর। তিনি জানিয়েছেন, এই স্টাম্পিং যেন মনে করিয়ে দিয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। এই নিয়ে শচীন লিখেছেন, "অসাধারণ স্টাম্পিং ছিল। শেল্ডন জ্যাকসনের গতি আমায় ধোনির কথা মনে করিয়ে দিয়েছে।"
এরপর শচীনের এই প্রশংসায় আপ্লুত হন শেল্ডন জ্যাকসন। শচীনের টুইটের জবাবে জ্যাকসন লেখেন, "ধন্যবাদ শচীন স্যার, আপনার তরফ থেকে এই প্রশংসা আমার অন্যতম সেরা কীর্তি অর্জন। আপনার কাছে অনেক কৃতজ্ঞ স্যার।"