ওয়াংখেড়েতে ফিরতে চলেছে শচীন-শচীন স্লোগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ একটা সময় ছিল যখন ক্রিকেট স্টেডিয়ামে শোনা যেতো শুধুমাত্র শচীন-শচীন হুংকার। তবে মাস্টারব্লাস্টারের পেশার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধীরে ধীরে এই হুংকার হারিয়ে যায় ক্রিকেট মাঠ থেকে। তবে আজ সেই বিখ্যাত 'শচীন-শচীন' স্লোগান ফিরতে চলেছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। নিজের ক্রিকেট কেরিয়ারে বহু অর্ধশতরান করেছেন শচীন। তবে এবার নিজের জীবনের অর্ধশতরানও সম্পূর্ণ করতে চলেছেন তিনি। শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচে তাঁর জন্যই স্টেডিয়াম ভর্তি হতে চলেছে বলে জানা যাচ্ছে।
শচীনের এই বিশেষ দিনটি আরও বিশেষ করে তোলার ব্যবস্থা করতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। শোনা যাচ্ছে যে, এদিন মাঠে উপস্থিত থাকা প্রতিটি দর্শককে শচীনের মুখোশ দেওয়া হবে। এছাড়াও শচীনের জন্মদিন উদযাপনের জন্য দর্শকদের জন্য থাকবে বিভিন্ন ধরনের আকর্ষণীয় কার্যকলাপ। শচীনের পাশাপাশি তাঁর অগুনতি ভক্তদের দীর্ঘ যাত্রাকেও উদযাপন করা হবে এই বিশেষ দিনে।
ক্রিকেটে ১০ নম্বর জার্সিকে অতিমূল্যবান করে তোলেন শচীন তেন্ডুলকর। এবং এই বছর তাঁর ক্রিকেট থেকে অবসর নেওয়ারও ১০ বছর সম্পূর্ণ হবে।
অন্যদিকে গারওয়ারে প্যাভিলিয়নের বাইরে শচীনের মূর্তি বসানো থাকবে, যেখানে শচীন ভক্তরা সেলফি তুলে এই বিশেষ দিনটিকে আরও স্মৃতি মধুর করে তোলার সুযোগ পাবে।