চেয়েছিলাম যত কম রান সম্ভব শেষ ওভারে রাখার - আন্দ্রে রাসেল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুর্দান্ত জয় পায় কলকাতা নাইট রাইডার্স। আর এই জয়ে বড় ভূমিকা রাখেন আন্দ্রে রাসেল। ১৯তম ওভারে স্যাম কারানের বলে তিনটি ছক্কা হাঁকান রাসেল, যার ফলে শেষ ওভারে মাত্র ৬ রান দরকার ছিল কলকাতার।
ম্যাচে নিজের মানসিকতা নিয়ে সাংবাদিক বৈঠকে রাসেল বিলেছেন, "সত্যি বলতে গেলে, আমি ভাবছিলাম কিভাবে এই ওভার থেকে তিনটি বাউন্ডারি নেওয়া যায়। আমি চেষ্টা করছিলাম যাতে শেষ ওভারে যত কম সম্ভব রান রাখা যায়, কারণ আর্শদীপ খুব ভালো একজন ডেথ বোলার এবং দুই-তিনটি ডট বল ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তাই, আমরা ভাবছিলাম এই ওভারে যত বেশি সম্ভব রান নেওয়ার। শেষ ওভারে ছয় বলে ছয় আমাদের জন্য যথার্থ ছিল।"
এদিকে রিঙ্কু সিংয়ের ফিনিশিং নিয়ে মুগ্ধতায় রাসেল বলেছেন, "আমি রিঙ্কুর মধ্যে যা লক্ষ্য করেছি তা হল ও খুবই শান্ত। যখন আপনি ব্যাটিং করেন, আপনার খোলা মন থাকা উচিত এবং শান্ত থাকা উচিত। আপনি কখনই ফুল পিচ ডেলিভারি আশা করতে পারেন না। আপনি সব ধরণের ডেলিভারি আশা করেন - স্লোয়ার, স্লোয়ার ওয়াইড বল, ইয়র্কার, শর্ট বল। আর রিঙ্কু এমন একটি জায়গায় চলে আসে যেখানে ও যে কোনও ডেলিভারি খেলতে পারে এবং সব শট তার হাতে রয়েছে। এটাই ওর সাফল্যের চাবিকাঠি।"
শেষে রিঙ্কুকে নিয়ে রাসেল আরও বলেছেন, "ওর টেকনিক খুবই সরল এবং যেভাবে ও প্রতিটা পরিস্থিতিতে ব্যাট করতে এসেছে, ওর পক্ষে সবই ভালো যাচ্ছে, তাই আমি যখনই ওর সাথে কথা বলার সুযোগ পাই, ওকে অনুপ্রাণিত করার চেষ্টা করি। আমি সব সময় বলি নম্র হওয়ার। প্রয়োজন নেই কত মানুষ রাসেল রাসেল রাসেল বলে চিৎকার করছে, আমি সব সময় নম্র থাকি কারণ যদি এই বিষয়টি আপনার মাথার মধ্যে ঢুকে যায়, তখন আপনি সব কিছু হারাতে শুরু করবেন। আমি ওর জন্য খুব খুশি এবং ও আমার খুব ভালো একজন বন্ধু, খুবই মজার মানুষ। আমি ওকে আমার ভাইয়ের মত ভালোবাসি। আমি শুধু চাই ও যা করছে সেটাই করুক, আর ধারাবাহিকতা চালিয়ে যাক।"