কলকাতাকে ম্যাচ জিতিয়ে দর্শকদের কী বার্তা দিলেন রাসেল-রিঙ্কু?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫ উইকেটে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নেয় কেকেআর। প্লে অফে নাইটদের ওঠা কঠিন হলেও অবাস্তব নয়। এরই মাঝে কলকাতাকে ম্যাচ জেতানোর দুই কারিগর রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেল জানিয়ে গেলেন টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচের বিভিন্ন মুহূর্তের কথা।
ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রাসেল। দীর্ঘদিন পর তার ব্যাটিংয়ে ভর করে জিতল নাইটরা। রাসেল ম্যাচ শেষে বললেন, "আমরা আগেই ভেবে নিয়েছিলাম যে বোলার নিজের লাইন-লেন্থে ভুল করলেই আমরা বড় শট মারতে পারবো। তাই উইকেটে টিকে থাকা জরুরি ছিল। শেষ দুই ওভারে ৩০ রান বাকি ছিল, যা অবশ্যই করা যায়। আমি ফ্লিক করেই একটি ছয় পেয়ে যাই। আমি ম্যাচটি শেষ করে আসতে চেয়েছিলাম, কিন্তু এই বছর আমাদের রিঙ্কু নামের একজন ফিনিশার রয়েছেন। রিঙ্কু আমাকে বলেছিলেন যে যদি আমি শট মারতে ব্যর্থ হই তাহলে কী তিনি রান নেবেন? আমি বলেছিলাম অবশ্যই। রিঙ্কুর প্রতি আমার ভরসা আছে। রিঙ্কু যা করে দেখাচ্ছেন তা দেখে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তিনি খুবই পরিশ্রমী একজন ক্রিকেটার। মাঠের বাইরে তিনি খুবই রসিক। আমি সব সময়েই চেষ্টা করি অনুশীলনের সময় তার কাছাকাছি থাকতে।"
অন্যদিকে যিনি এখন নাইট শিবিরের প্রধান আকর্ষণ, নাইটদের নতুন ফিনিশার। সেই রিঙ্কু সিং ম্যাচ শেষে বলেন, "শেষ বলে কি হবে তা নিয়ে আমি কখনও ভাবিনা। এমনকি আমি যখন পাঁচটি ছয় মেরেছিলাম, তখনও খুব একটা ভাবিনি। আমি বল দেখে খেলেছিলাম। আমি নিজের প্রতি বিশ্বাস রাখি যে আমি ম্যাচটি ফিনিশ করতে পারবো।"
এর সাথে তিনি যোগ করেন, "কখনও আমি ৫ নম্বরে, কখনও ৬ কিংবা ৭-এ ব্যাট করি। আমি সেভাবেই অনুশীলন করে থাকি। আর এই জায়গায় ব্যাট করাটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন আমি বেশ উপভোগও করি। "