আইপিএলে লজ্জার রেকর্ড রোহিত শর্মার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ব্যাটিং পজিশন বদলেও ভাগ্য বদলালো না ভারতীয় অধিনায়ক রোহিত সর্মার। ২০২৩ আইপিএলে খারাপ ফর্ম অব্যাহত। শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রোহিত ওপেন করতে না নেমে পরে ব্যাটিং করতে নামেন। এবং তিন বলে ০ রান করে আউট হয়ে যান।
রোহিতের শূন্য রানে আউট হওয়ার সাথে সাথে আইপিএলে এক নতুন রেকর্ড গড়লেন তিনি। তবে এই রেকর্ড তাঁর জন্য মোটেও সম্মানজনক নয়। আইপিএলের ইতিহাসে রোহিত সবচেয়ে বেশিবার ০ রানে আউট হওয়ার রেকর্ড গড়লেন। চেন্নাই ম্যাচে ১৬ তম বার শুন্য রানে আউট হলেন রোহিত শর্মা।
তাঁর এই রেকর্ডের কাছাকাছি রয়েছেন সুনীল নারীন, দীনেশ কার্তিক এবং মনদীপ সিং। এই তিন ক্রিকেটারই আইপিএলে ১৫ বার ০ রানে আউট হয়েছেন।
সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, এছাড়াও এই বছর রয়েছে বিশ্বকাপ। তার আগে রোহিতের অফ ফর্ম বেশ চিন্তায় রাখবে ভারতীয় ক্রিকেট ভক্তদের।