দুর্ঘটনার পর প্রথমবার জিমে গিয়ে কী করলেন ঋষভ পন্ত?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগামী ৭ জুন থেকে শুরু সেখানে খেলতে পারবেন না ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ। চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে ভারতে ৫০ ওভারের বিশ্বকাপেও তাঁর খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
কিন্তু এবার ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ কে দেখা গেল জিম করতে। সম্প্রতি জাতীয় ক্রিকেট একাডেমিতে দুর্ঘটনার পর প্রথমবারের মত জিম করতে শুরু করেছেন তিনি। ক্রিকেট মাঠে ফিরতে গেলে তাঁকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। চিকিৎসকরা আশা করছেন, পুরোপুরি সুস্থ হতে আরও ৬-৭ মাস সময় লাগবে। পন্থ রিহ্যাবে কেমন প্রতিক্রিয়া দেন তার উপর নির্ভর করে, আগামী বছরের জানুয়ারিতে তিনি ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।
ঋষভ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন যেখানে, পন্থ জাতীয় ক্রিকেট একাডেমির দেওয়ালে লেখা একটি উদ্ধৃতির দিকে তাকিয়ে দৃষ্টি আকর্ষনের চেষ্টা করছিলেন। যেখানে লেখা, "একজন খেলোয়াড়ের শুধু শারীরিক ক্ষমতা নয় প্রকৃত চরিত্র প্রদর্শনের ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে"।
প্রসঙ্গত ভারতীয় এই উইকেটরক্ষক গত বছরের ডিসেম্বরে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হন। মুম্বাইয়ে তার অস্ত্রোপচার করা। তিনি বর্তমানে অনেকটাই সুস্থ।