কেকেআর ম্যাচের ধাক্কা সামলে ওঠার আগেই বড় শাস্তির মুখে ঋষভ পন্থ সহ গোটা দিল্লির দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১০৬ রানে পরাজিত হয় ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। ২৭২ রানের লক্ষ্যে নেমে ১৬৬ রানেই অল আউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস। তবে এই লজ্জার হারের পাশাপাশি আইপিএলের তরফে বড় জরিমানা করা হল অধিনায়ক ঋষভ পন্থ সহ গোটা দিল্লি দলকে।
স্লো ওভার রেটের কারণে এই জরিমানা করা হয়েছে বলে জানা যায়। দ্বিতীয়বার স্লো ওভার রেটের কারণে ঋষভ পন্থকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা যায়।
আইপিএল এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, " যেহেতু এটি ঋষভ পন্থের দল দ্বিতীয় বার স্লো ওভার রেটের নিয়ম লঙ্ঘন করেছে, সেই কারণে পন্থের ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও প্রথম একাদশ এবং ইমপ্যাক্ট খেলোয়াড়ের প্রত্যেকের ম্যাচ ফি এর ২৫ শতাংশ অথবা ৬ লাখ টাকা, যেটি পরিমাণে কম সেটি জরিমানা করা হয়েছে।"
চার ম্যাচে একটি জয় নিয়ে দিল্লি ক্যাপিটালস দল লিগ টেবিলের নবম স্থানে রয়েছে। অন্যদিকে ২০২৪ আইপিএলের প্রথম ৩ টি ম্যাচের তিনটিতেই জিতে লিগ টেবিলের শীর্ষে কলকাতা নাইট রাইডার্স।