কেজিএফ এর রকি ভাইয়ের স্টাইলে ভক্তদের চমক ঋষভ পন্থের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতীয় তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ ২০২২ সালের ডিসেম্বর মাসে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন। পায়ে এবং শরীরের বিভিন্ন অঙ্গশে চোটের কারণে তিনি ২০২৩ আইপিএলে অংশগ্রহণ করেন নি। এমনকি আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও নেই তিনি। ২০২৩ বিশ্বকাপেও অনিশ্চিত ঋষভ।
তবে পন্থের মতো লড়াকু ক্রিকেটাররা এতো সহজে হাল ছাড়ার পাত্র নন। সুস্থ হয়ে ওঠার লড়াইয়ে পন্থ বেশ ভালই অগ্রসর হয়েছেন। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ঋষভ একটি ভিডিও ছাড়েন। যে ভিডিওতে গান বাজছে কেজিএফ সিনেমার থিম সং।
আর সেই ভিডিওয় ঋষভকে প্রথমে দেখা যায় ক্রাচের ভরসায় হাঁটছেন। সামনে তাঁর প্রশিক্ষক দাঁড়িয়ে। ঋষভ দুইপা এগিয়েই নিজের ক্রাচ ছুঁড়ে দেন লোকটিকে এবং কোনো সাহায্য ছাড়াই হেঁটে এগিয়ে আসেন তিনি।
https://www.instagram.com/reel/Cr3ETPpoujS/?igshid=YmMyMTA2M2Y=
এই ভিডিওর ক্যাপশনে ঋষভ লিখেছেন 'হ্যাপি নো মোড় ক্রাচেস ডে'। ঋষভের এই ভিডিও দেখে অবশ্যই খুশি হবেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। তিনি যত দ্রুত সুস্থ হয়ে উঠবেন ভারতীয় ক্রিকেট দলের জন্য ততই ভাল।