শক্তিশালী রাজস্থানকে পরাজিত করতে এই দল নামাতে পারে বেঙ্গালুরু

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শনিবার জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে শক্তিশালী রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল। চার ম্যাচের মধ্যে মাত্র একটি জয় নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে বেঙ্গালুরু। অন্যদিকে ৩ ম্যাচের তিনটি জিতে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান। নক আউট পর্যায় যাওয়ার জন্য শনিবার জয়ের সরণীতে ফিরতে মরিয়া আরসিবি দল।
চলতি মরশুমে আরসিবির তারকা ক্রিকেটার বিরাট কোহলি দুরন্ত ফর্মে রয়েছেন। প্রতি ম্যাচেই রান আসছে তাঁর ব্যাট থেকে। অরেঞ্জ ক্যাপের দৌড়েও রয়েছেন তিনি। তবে কম স্ট্রাইক রেটের কারণে সমালোচিত হচ্ছেন ক্রিকেট মহলে।
অন্যদিকে দীনেশ কার্তিকের ঝোড়ো ইনিংসও মুগ্ধ করছে সকলকে। তবে দলের বোলিং নিয়ে চিন্তায় আরসিবি ম্যানেজমেন্ট।
এক নজরে দেখে নিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য প্রথম একাদশ।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ফাফ দুপ্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পতীদার, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক (উইকেট কিপার), মহম্মদ সিরাজ, যশ দয়াল, ময়ঙ্ক ডাগার, রীস টোপলে