বড় খবর! রবীন্দ্র জাদেজার হাতে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব অর্পণ করলেন মহেন্দ্র সিং ধোনি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২২ এর সব থেকে বড় খবর এল সামনে। চেন্নাই সুপার কিংস তথা আইপিএলের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নেতৃত্ব ছাড়লেন। এবং চারবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব অর্পণ করলেন আর এক সুপারস্টার রবীন্দ্র জাদেজার হাতে।
বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের তরফ থেকে এই বড় ঘোষণা করা হয়। এর ফলে আসন্ন আইপিএল ২০২২ এ চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দেবেন জাদেজা। ফলে ধোনি কেবল একজন খেলোয়াড় হিসেবেই থাকবেন দলে। এর জেরে চেন্নাই সুপার কিংসের ইতিহাসে জাদেজা তৃতীয় ক্রিকেটার হিসেবে অধিনায়কত্ব পেলেন। এর আগে ধোনি ও সুরেশ রায়না অধিনায়কত্ব সামলেছেন।
২০১২ সাল থেকে চেন্নাই সুপার কিংসের অপরিহার্য অংশ হিসেবে রয়েছেন জাদেজা। ধোনির নেতৃত্বে বছরের পর বছর দারুণ পারফর্ম করে গিয়েছেন এই তারকা অলরাউন্ডার।
এদিকে ধোনির নেতৃত্ব ছাড়াটা বুঝিয়ে দিচ্ছে, এই মরশুমই সম্ভবত তার ক্রিকেট কেরিয়ারের শেষ হতে চলেছে। আর সেই কারণে এই মরশুমে জাদেজাকে অধিনায়কত্ব করার জন্য গাইড করবেন মাহি।