কলকাতার বিরুদ্ধে এই একাদশ নামাতে চলেছে রাজস্থান রয়্যালস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। প্লে অফের আশা জিইয়ে রাখতে দুই দলকে জিততেই হবে এই ম্যাচ।
কেকেআরের বিরুদ্ধে কিছুটা পিছিয়ে শুরু করবে রাজস্থান রয়্যালস, কারণ শেষ ৫টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে সঞ্জু স্যামসনের দল। মরশুমের শুরুটা ভালো করলেও মাঝে এসে খেই হারিয়ে ফেলেছে রাজস্থান রয়্যালস। তারকা সম্মিলিত দল হয়েও জয়ের দিশা খুঁজে পাচ্ছে না রাজস্থান। এক নম্বর স্থান থেকে নামতে নামতে লিগ টেবিলের পাঁচে নেমে এসেছে রাজস্থান। ব্যাটিংয়ের থেকে রাজস্থান দলের বড় চিন্তা বোলিং বিভাগ। মরণ-বাঁচন পরিস্থিতিতে কেকেআরের বিরুদ্ধে কী দল নিয়ে খেলতে নামবে রাজস্থান? জানুন
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক), জো রুট, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহল, কুলদীপ সেন।
ইমপ্যাক্ট প্লেয়ার- দেবদূত পাড়িকল, অ্যাডাম জাম্পা, জেসন হোল্ডার, রিয়ান পরাগ।