সুখবর কলকাতা নাইট রাইডার্সের জন্য! এই তারিখ থেকে খেলতে নামবেন প্যাট কামিন্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পাকিস্তান সফর সেরে অবশেষে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন তারকা অজি পেসার প্যাট কামিন্স। শুক্রবার কেকেআর এর তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় কামিন্সের আগমণের ছবি শেয়ার করা হয়।
আগামী তিন দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে কামিন্সকে। ফলে ৪ এপ্রিল থেকে অনুশীলনে নামবেন কামিন্স। এবং যা সম্ভাবনা, আগামী ৬ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মহারণে কেকেআরের হয়ে নামতে পারবেন কামিন্স।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নো অবজেকশন সার্টিফিকেট অনুযায়ী, ৫ এপ্রিলের আগে কামিন্স কলকাতা নাইট রাইডার্সের হয়ে নামতে পারবেন না। এমন কি, কোনও অজি খেলোয়াড়ই ৫ এপ্রিলের আগে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে নামতে পারবে না। কারণ পাকিস্তানের সাথে অস্ট্রেলিয়ার সিরিজ শেষ হবে ৫ এপ্রিলে।
ফলে একেবারে মুম্বইয়ের বিরুদ্ধেই নামবেন কামিন্স। পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে আন্তর্জাতিক সিরিজে নিজেকে বাইরে রেখেছিলেন কামিন্স। এরপর তিনি দেশে ফিরে গিয়ে পরিবারের সাথে সময় কাটান।