বুমরাহের বিরুদ্ধে এই পরিকল্পনায় পেয়েছেন সাফল্য! রেকর্ড অর্ধশতরান করার পর বার্তা কামিন্সের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্দান্ত জয় লাভ করে কলকাতা নাইট রাইডার্স। আর এই জয়ে বড় অবদান রেখেছিলেন তারকা অজি ক্রিকেটার প্যাট কামিন্স। মাত্র ১৫ বলে অপরাজিত ৫৬ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন কামিন্স।
তবে কামিন্স তার ইনিংসের শুরুটা করেন বিশ্বের অন্যতম সেরা বোলার জসপ্রীত বুমরাহের বিরুদ্ধে। তার ওভারে একটি ছয় ও একটি চার মারেন কামিন্স। এর আগেও বুমরাহের বিরুদ্ধে ব্যাট হাতে ভালো রেকর্ড রয়েছে কামিন্সের। ২০২০ সালের আইপিএলে বুমরাহকে এক ওভারে চারটি ছয় মারেন কামিন্স।
কিন্তু বুমরাহের বিরুদ্ধে কি পরিকল্পনা করেন কামিন্স, যা থেকে এত সাফল্য পেয়েছেন? ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কামিন্স বলেন, "আমি যখন ব্যাট করতে নামি, তখন সম্ভবত ম্যাচের শেষের দিক হয়ে থাকে। তাই ও (বুমরাহ) ডেথ বোলারদের মতই বল করবে, এর অর্থ হল আমার কাছে বিষয়টা পরিষ্কার। আমায় বাউন্ডারি পার করতে হবে, তাই আমি যখনই ওর মুখোমুখি হই, আমি যত জোর সম্ভব মারার চেষ্টা করি এবং সৌভাগ্যবশত, এটা লেগে যায়।"
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্যাট কামিন্সের শেষ তিন ইনিংস হল ১২ বলে ৩৩, ২৬ বলে অপরাজিত ৫৩ ও ১৫ বলে অপরাজিত ৫৬। তবে বুধবার পুনেতে যে ইনিংস খেলেছেন কামিন্স, তা অবশ্যই চিরস্মরণীয় হয়ে থাকবে আইপিএল ইতিহাসে।