বিশ্বকাপের আগে ভিসা সমস্যায় পাকিস্তান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ শুরুর এক মাস আগেও ভারতে আসার ভিসা পায়নি পাকিস্তান। ওডিআই বিশ্বকাপে অংশগ্রহণকারী সকল দেশগুলোর মধ্যে একমাত্র বাবর আজমের দলই এখনও ভিসা পায়নি। এর ফলে পাকিস্তান দলের প্রস্তুতির পরিকল্পনাতেও দেখা দিয়েছে সমস্যা।
আরও পড়ুন- মোহালিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতীয় ক্রিকেট দল
পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, বাবর-শাহিনরা ভারতের হায়দরাবাদে আসার আগে প্রাক বিশ্বকাপ প্রস্তুতির জন্য দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এখনও পর্যন্ত ভারতে আসার ভিসা পায়নি তাই এই পরিকল্পনা ভেস্তে যায়।
আরও পড়ুন- ISL 2023-24 : নবাগত পাঞ্জাবকে হারাতে এই একাদশে নামতে পারে মোহনবাগান
আগামী ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ রয়েছে পাকিস্তানের। তার আগে বেশ কয়েকদিন দুবাইতে থাকার কথা ছিল পাকিস্তান দলের। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ভিসা সমস্যা মিটলে আগামী সপ্তাহে সরাসরি ভারতে চলে আসবে পাকিস্তান।
প্রসঙ্গত ২০১২-১৩ সালের পর এই প্রথম পাকিস্তান দল ভারতে খেলতে আসবে। ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে পাকিস্তান।