বিরাটের সাথে হাত মেলালেন না রিঙ্কু! বরং করলেন এই কাজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ২১ রানে হারায় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ম্যাচের পরের একটি ঘটনার ছবি কেড়ে নিল সমস্ত হেডলাইন।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, যখন দুই দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা ম্যাচ শেষে করমর্দন করছিলেন, তখন আরসিবি তারকা বিরাট কোহলির সাথে করমর্দন করেননি কেকেআর ব্যাটার রিঙ্কু সিং।
বরং, তিনি সুপারস্টার বিরাট কোহলির পায়ে হাত দেন। আর এই মুহুর্তের ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিঃসন্দেহে বিরাট কোহলি দেশের সমস্ত তরুণদের কাছে একজন বড় রোল মডেল। এবং রিঙ্কু নিজেও বিরাট কোহলির বড় অনুরাগী। তারই ছবি ধরা পড়ল চিন্নাস্বামীতে।
রিঙ্কুর খেলা নিয়ে এক সাক্ষাৎকারে বিরাট কোহলি বলেছিলেন, "কয়েক দিন আগে, রিঙ্কু সিং শেষ পাঁচ বলে পাঁচটি ছয় মেরেছেন, যা অসাধারণ এবং এর আগে কখনও হয়নি। টানা পাঁচটি ছয় মেরে ম্যাচ জেতানো, মানে এটা কোন পর্যায়ে চলে গিয়েছে?"