নাইটদের RRR এই পাঞ্জাব বধ! ম্যাচ শেষে কী বললেন নাইট অধিনায়ক? জানুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সোমবার ইডেন গার্ডেন্সে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে বাজিমাত করেন রিঙ্কু সিং। তবে তিনি একা নন। পাঞ্জাব কিংসের ১৮০ রানের বড় রান তুলতে নেমে নাইটদের আর-আর-আরেই কুপোকাত শিখর ধাওয়ানের দল।
এদিন ৩৮ বলে ৫১ রান করেন অধিনায়ক নীতিশ রানা। ২৩ বলে ৪২ রান করেন রাসেল এবং ১০ বলে ২১ রান করে ম্যাচ শেষ করে আসেন রিঙ্কু।
ম্যাচ শেষে নাইট অধিনায়ক তাঁর সতির্থদের ঢালাও প্রশংসা করেন। বিশেষত রিঙ্কু-রাসেলের ধুন্ধুমার ব্যাটিংয়ে মুগ্ধ রানাও।
রানা জানিয়েছেন, "যখন আমি ব্যাটিং করছিলাম আমি চেষ্টা করছিলাম একদিক থেকে উইকেট বাচিয়ে রাখার।ভেঙ্কি (ভেঙ্কটেশ আইয়ার) এর গোড়ালিতে সমস্যায় থাকায় আমরা চেষ্টা করছিলাম একটি বড় রানের ওভার বের করার।"
রাসেলের বিষয় রিঙ্কু বলেন, " ১০ ম্যাচ হয়ে গেছে, আমরা সবাই রাসেলের ইনিংসের অপেক্ষা করছিলাম। সে মাত্র একটি ইনিংসের থেকেই দূরে ছিলেন। আমি তাঁকে বারংবার বুঝিয়েছি যে তিনি ক্রিকেট মাঠে অনেক কিছু করেছেন এবং ১০০% নিশ্চিত তিনি আমাদের ম্যাচও জেতাবেন।"
যদিও দলের বোলারদের উপরে রেগে রানা, তিনি বলেন, "আমাদের বোলাররা ডেথ ওভারে বাজে বোলিং করায় আমি রেগে যাই। কারণ এটি ১৬০-১৬৫ রানের পিচ ছিল।"
সবশেষে রিঙ্কু নিয়ে নাইট অধিনায়ক বলেন," যখন তিনি ব্যাটিং করছিলেন, গোটা স্টেডিয়াম রিঙ্কু-রিঙ্কু গর্জন করছিল। এই বছর তিনি এই সম্মান অর্জন করেছেন।"
সব মিলিয়ে পাঞ্জাব বধের পর কলকাতা নাইট রাইডার্স দল আরও একবার স্বপ্ন দেখতে শুরু করেছে প্লে-অফ খেলার। প্লে অফের রাস্তা কঠিন হলেও হাল ছাড়তে নারাজ রানার কেকেআর।