জিতেও বিপদে পড়লেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক নীতিশ রানা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসকে থ্রিলার ম্যাচে হারায় কলকাতা নাইট রাইডার্স। আর এর জেরে প্লেঅফসের আশা জিইয়ে রেখেছে নাইটরা।
কিন্তু এই দুরন্ত জয় সত্ত্বেও বিপদে পড়লেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক নীতিশ রানা। স্লো ওভার রেটের কারণে শাস্তি পেলেন রানা।
যেহেতু আইপিএল কোড অফ কন্ডাক্টে স্লো ওভার রেট ধারায় এটিই রানার প্রথম অপরাধ, সেই কারণে ১২ লক্ষ টাকার জরিমানার শাস্তি দেওয়া হয়েছে।
ম্যাচের কথা বললে, আবারও কলকাতার রক্ষাকর্তা হয়ে দাঁড়ান রিঙ্কু সিং। শেষ বলে চার মেরে ম্যাচ জিতিয়ে দেন নাইটদের। ১০ বলে অপরাজিত ২১ রান করেন রিঙ্কু। অন্যদিকে ২৩ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। এর জেরে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পঞ্চম স্থানে উঠে এল নাইটরা।