আমায় দৌড় করিও না! সতীর্থদের উদ্দেশ্যে কড়া নির্দেশ মহেন্দ্র সিং ধোনির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার চিপকে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২৭ রানে জয় পায় চেন্নাই সুপার কিংস। আর এই ম্যাচে আবারও সেই পুরোনো মহেন্দ্র সিং ধোনিকে ফিরে পাওয়া যায়। মাত্র ৯ বলে ২০ রান করেন মাহি, যার ফলে চেন্নাই সুপার কিংস কঠিন পিচে ১৬৭ রান তোলে।
কিন্তু এমন দুরন্ত ইনিংস সত্ত্বেও চেন্নাই সতীর্থদের উদ্দেশ্যে নির্দেশ দেন মহেন্দ্র সিং ধোনি। ৪১ বছরের এই সুপারস্টার ক্রিকেটার সতীর্থদের কড়া নির্দেশ করেছিলেন, যেন তাকে দিয়ে বেশি দৌড় না করানো হয়।
নিজের ইনিংস নিয়ে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে ধোনি বলেছেন, "এটাই আমার কাজ। আমি ওদের বলেছিলাম এটাই আমায় করতে হবে। আমায় বেশি দৌড় করিও না। এটাই কাজ করছে। এটাই আমায় করতে হবে, নিজের অবদান দিতে পেরে খুশি।"
বলা বাহুল্য, ব্যাটিংয়ের সময়ে ধোনি যখন রান নিচ্ছিলেন, সেই সময় অল্প খোঁড়াতে দেখা যায় তাকে। চলতি আইপিএলের শুরু থেকে পায়ের হালকা চোটে ভুগছিলেন ধোনি, যার ফলে পায়ে অতিরিক্ত একটি গার্ড পড়ে নামেন তিনি।