পরের বছরেও আইপিএল খেলবেন? জানিয়ে দিলেন ধোনি নিজেই!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আগামী বছর কী খেলবেন মহেন্দ্র সিং ধোনি? এই জল্পনা তৈরি হয়েছিল এবছরের আইপিএল মরশুম শুরু হওয়ার অনেক আগে থেকেই। মহেন্দ্র সিং ধোনি নিজেও তাঁর ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, "আমি আমার ক্যারিয়ারের শেষ পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি, তাই সবকিছু উপভোগ করছি।" তাতেই সমর্থকদের হয়েছিল মনখারাপ। আর বুধবার ধোনি নিজেই দিলেন তাঁর সমর্থকদের জন্য সুখবর।
এই এদিন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে ক্যাপ্টেন কুল তাঁর অবসর নিয়ে জানিয়েছেন বড় ইঙ্গিত। এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ধোনি। আর টসের পরই ধোনিকে প্রশ্ন করেন ড্যানি মরিসন। তিনি মজা করেই জিজ্ঞেস করেন, "আপনি কীভাবে আপনার শেষ মরশুম উপভোগ করছেন ?" উত্তরে ধোনি মুচকি হেঁসে বলেন, "আপনি সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন যে এটি আমার শেষ মরশুম?" আর সঙ্গে সঙ্গেই চিৎকারে ভেসে ওঠে গোটা স্টেডিয়াম।
শুধু এখানেই শেষ নয়, ড্যানি মরিসন তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, "তিনি পরের বছর ঠিক ফিরে আসছেন।" ঘটনাটি হওয়ায় কিছুক্ষনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিও। উচ্ছসিত ধোনি সমর্থকরা।