সিএসকে খেলোয়াড়দের ভুল শোধরাতে বিরাট কোহলির উদাহরণ দিলেন ধোনি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিরাট কোহলি নিঃসন্দেহে বর্তমানে বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান। বিরাটের ব্যাটিং আজকের দিনে বিশ্বজুড়ে উঠতি ক্রিকেটারদের কাছে আদর্শ।
এবার সেই বিরাট কোহলিকে উদাহরণ হিসেবে ব্যবহার করে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তার খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন।
ড্রেসিংরুমে তোলা একটি ভিডিওতে দেখা যায়, বিরাট কোহলিকে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন ধোনি। ক্রিকেটারদের উদ্দেশ্যে মাহি বলেছেন, "বিরাট প্রথম বল এভাবে খেলে না। সব সময় সে এখানে খেলে।"
মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির সম্পর্ক কতটা মধুর, সে নিয়ে অসংখ্য উদাহরণ রয়েছে। হয়ত এবারের আইপিএলেই শেষবার খেলতে দেখা যাবে ধোনি ও বিরাটকে। কিন্তু বিরাট কোহলির প্রতিটা গুরুত্বপূর্ণ সময়ে পাশে ছিলেন ধোনি।