ম্যাচ সেরার পুরো টাকা মাঠকর্মীদের দিলেন মহম্মদ সিরাজ, জিতলেন দেশবাসীর মন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আইসিসি টুর্নামেন্টে শেষ ট্রফি এসেছে ২০১৩ সালে। তেমনই মাল্টি টিম ইভেন্টে এর আগে ট্রফি ২০১৮ সালে এশিয়া কাপে। পাঁচ বছরের খরা কাটল। ফাইনালের নায়ক নিঃসন্দেহে মহম্মদ সিরাজ। টস হেরে প্রথমে বোলিং করে ভারতের। ইনিংসের চতুর্থ ওভারে সিরাজ নেন চার উইকেট।মাত্র ১৬ বলেই ৬ টি উইকেট তুলে নেন সিরাজ। সব মিলিয়ে টানা সাত ওভারের স্পেল শেষে তাঁর বোলিং পরিসংখ্যান ৭-১-২১-৬।
আরও পড়ুন: ডায়মন্ড লিগে খেতাব হাতছাড়া নীরজ চোপড়ার
সিরাজ শুধু ম্যাচ জেতালেন, তা নয়। সকলের মনও জয় করে নিলেন। ম্যাচের সেরা হয়েছেন সিরাজ। ম্যাচ জিতে ৪ লক্ষ ১৫ হাজার টাকা পেয়েছেন তিনি। পুরস্কারের সেই টাকা পুরোটাই ফিরিয়ে দিয়েছেন সিরাজ। কলম্বোর মাঠকর্মীদের সেই টাকা দিয়ে দিয়েছেন তিনি। ভারতীয় বোলারের মতে, মাঠকর্মীদের জন্যই বৃষ্টির মধ্যেই খেলা সম্ভব হয়েছে। তাই নিজের পুরস্কার মূল্য তাঁদের হাতে তুলে দিয়েছেন সিরাজ।
সঞ্চালক রবি শাস্ত্রীর সঙ্গে প্রশ্ন-উত্তর পর্ব শেষ হতেই বললেন, "ম্যাচের সেরার এই আর্থিক পুরস্কার মাঠকর্মীদের দিতে চাই। ওরাই আসল নায়ক। ওরা না থাকলে টুর্নামেন্টটাই হয়তো সম্পূর্ণ হত না।"