এই ভারতীয় তারকার সাথে অন্যায় করেছে KKR! চরম সমালোচনা মহম্মদ কাইফের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএল ২০২২ এর আগে একাধিক খেলোয়াড়কে বিদায় দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর মধ্যে অনেকেই এমন ছিলেন যারা সেভাবে সুযোগই পাননি খেলার। তার মধ্যে সব থেকে বড় নাম কুলদীপ যাদবের। ভারতের তারকা এই স্পিনার আইপিএল ২০২১ এ একটিও ম্যাচ খেলতে পারেননি।
কিন্তু আইপিএল ২০২২ এ মাত্র দুই কোটি টাকা দিয়ে দিল্লি ক্যাপিটালস কিনেছিল কুলদীপকে। আর প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিন উইকেট নেন চায়নাম্যান স্পিনার। আর এই দুর্দান্ত সাফল্যের প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের কুলদীপের প্রতি আচরণেরও সমালোচনা করেছেন।
এক সর্বভারতীয় ক্রীড়া ওয়েবসাইটে কাইফ বলেছেন, "কুলদীপ যাদব একজন প্রকৃত ম্যাচ উইনার। তবে ও এমন একজন যাকে ভালোভাবে সামলাতে হবে। ও একটু আবেগপ্রবণ এবং যদি ওকে বোলিং না দেওয়া হয় বা দল থেকে বাদ দেওয়া হয়, তখন ও মনমরা হয়ে যায়।"
এরপর কাইফ বলেন, "যেভাবে কুলদীপের সাথে কেকেআর আচরণ করেছিল, যখন দীনেশ কার্তক ও ইয়ন মর্গ্যান অধিনায়ক ছিলেন, ওকে বাড়িতে বসিয়ে রাখত এবং দলেও সুযোগ দিত না। যখন কেউ এরকম ব্যবহার করে, যে কোনও ম্যাচ উইনার চাপ অনুভব করবে।"
রোহিত শর্মা, অনমোলপ্রীত সিং ও কাইরন পোলার্ডের উইকেট নেন কুলদীপ। আর এই পারফর্মেন্সের জেরে ম্যান অফ দ্য ম্যাচ পুরষ্কারও পান তিনি।