ম্যাচ ফি জরিমানার ৮.৯ গুণ অর্থ সকালেই তুলে ফেললেন বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার আইপিএল ২০২৩ এর ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের পেসার নবীন উল-হক ও মেন্টর গৌতম গম্ভীরের সাথে ঝামেলা করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সুপারস্টার ব্যাটার বিরাট কোহলি।
এর জেরে আইপিএল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করেন, এবং শাস্তি হিসেবে ম্যাচ ফি-এর ১০০ শতাংশ জরিমানা দিতে হবে বিরাটকে।
কিন্তু সেই জরিমানার আট গুণ অর্থ সকালেই এনে ফেলেন বিরাট। সকাল সকাল ইনস্টাগ্রামে একটি স্পনসরড পোস্ট করেন বিরাট, আর এতেই জরিমানার আট গুণ অর্থ নিজের পকেটে পুরে ফেলেন বিরাট।
আইপিএল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য বিরাটকে ১.০৭ কোটি টাকা জরিমানা দিতে হয়েছে। কিন্তু সকালে এই স্পনসরড পোস্ট করে বিরাট কোহলি ৮.৯ কোটি টাকা উপার্জন করেন। এবং এই স্পনসরড পোস্ট করার সাথে সাথেই কমেন্টে মজার কিছু বার্তা দেন নেটিজেনরা।
শুধু বিরাট কোহলি নয়, আইপিএল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের কারণে গৌতম গম্ভীরকে ম্যাচ ফি-এর ১০০ শতাংশ ও নবীন উল-হককে ৫০ শতাংশ জরিমানা দিতে হয়েছে।
কিন্তু এখানেই প্রশ্ন আসছে, শুধু ম্যাচ ফি জরিমানার মাধ্যমেই কি এই ধরণের ঘটনা এড়ানো সম্ভব? এই ঘটনায় স্পষ্ট, এই ধরণের জরিমানা খুব একটি প্রভাব ফেলে না আন্তর্জাতিক ক্রিকেটারদের।