কলকাতা নাইট রাইডার্সকে প্লেঅফসের যোগ্য দাবিদার হিসেবে দেখছেন গাভাস্কার-হেডেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দাপটে হারায় চেন্নাই সুপার কিংসকে। প্রথম ম্যাচেই যে দারুণ পারফর্মেন্স দেখিয়েছে নাইটরা, তাতে মুগ্ধ হয়েছেন ক্রিকেট জগতের কিংবদন্তিরা। যদিও এখনই শুরুর দিন, তবে অনেকেই নাইটদের প্লেঅফসে ওঠার দাবিদার হিসেবে মনে করছে।
আর এই তালিকায় যোগ দিয়েছেন দুই কিংবদন্তী ওপেনার সুনীল গাভাস্কার ও ম্যাথু হেডেন। দুজনেই কলকাতা নাইট রাইডার্সকে প্লেঅফসে দেখছেন। এছাড়া দুজনেই চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসকে বেছে নিয়েছেন। এদিকে গাভাস্কার যেখানে মুম্বই ইন্ডিয়ান্সকে চতুর্থ দল হিসেবে ধরছেন, হেডেন ধরছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।
স্টার স্পোর্টসের টক শোয়ে সুনীল গাভাস্কার বলেছেন, "অবশ্যই মুম্বই ইন্ডিয়ান্স, আমার মনে হয় দিল্লি ক্যাপিটালসও থাকবে, যেভাবে ওরা গত কয়েক বছর ধরে ভালো খেলে এসেছে, তাই দিল্লি আমার দ্বিতীয় টিম। আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স উঠতে পারে, কারণ ওদের খুব ভালো দল রয়েছে। আর আমি আশা করছি চেন্নাই সুপার কিংস চতুর্থ দল হবে।"
এদিকে ম্যাথু হেডেন বলেছেন, "চেন্নাই প্রথম দল যাদের আমি প্রথম চারে দেখছি। আমি মুম্বই ইন্ডিয়ান্সকে বাইরে রাখব। আমি দিল্লিকে তালিকায় রাখব আর তারপর কলকাতাকেও। যেমনটা গত বছর হয়েছিল। আমার মনে হয়েছে আরসিবি খুবই ভালো দল। তাই এটি আমার চার দল।"