লিটন দাস প্রমাণ করলেন কেকেআর ম্যানেজমেন্ট খুব ভুল করেনি!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ হতাশা তাড়া করে বেড়াচ্ছে লিটন দাসকে। কেকেআরের হয়ে একটি মাত্র আইপিএল ম্যাচে সুযোগ পেয়েছিলেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সেই ম্যাচে ৪ বলে মাত্র ৪ রান করে ফিরে যান, সেই সঙ্গে দুটো স্টাম্প মিস করেন তিনি। এরপর আর জায়গা পাননি কেকেআর দলে।
বেঞ্চে বসেই সময় কাটাতে হয় তাঁকে। বাংলাদেশ সমর্থকরা আওয়াজ তুলেছিল, লিটনকে ঠিক মত ব্যবহারই করা হচ্ছেনা। কেকেআর ম্যানেজমেন্ট যে খুব একটা ভুল করেননি, সেটা লিটন বাংলাদেশ জাতীয় দলের হয়েই প্রমাণ করলেন।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলতে নেমেই লজ্জার রেকর্ড গড়লেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ওপেনার লিটন দাস। ২০১৫ সাল থেকে যদি একদিনের ক্রিকেট পরিসংখ্যানে চোখ বোলানো যায়, তাহলে দেখা যাবে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি 'ডাক' হয়েছেন লিটনই। হ্যাঁ এও এক রেকর্ড, তবে লজ্জার! এখনও পর্যন্ত তিনি ১০ বার শূন্য রানে আউট হয়েছেন।