কোহলি-সৌরভ করমর্দন নিয়ে ফের সরব কলকাতা পুলিশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ব্যাটার বিরাট কোহলি এবং দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় শনিবার ম্যাচ শেষে দুজনেই করমর্দন করেন। শেষবার যখন দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল তখন হ্যান্ডশেকের বিষয়টি নিয়ে তৈরী হয়েছিল বিতর্কের। এখানেই শেষ হয়নি পুরো বিষয়টি, এই ঘটনার পরে দুজনেই একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছিলেন। তবে শনিবার দিল্লির জয়ের পরে দুই কিংবদন্তি হাত মেলান ও বিতর্কের অবসান ঘটিয়ে একে অপরের সাথে কথাও বলেন।
কলকাতা পুলিশ অবশ্য এই ঘটনাকে ফের একবার জনসচেতনতার প্রচারের কাজেই ব্যবহার করল। এর আগে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ছবি দিয়ে একটি মিম শেয়ার করেছিল। বেশ ভাইরালও হয়েছিল সেই মিম সোশ্যাল মিডিয়ায়।
এদিন ফের কলকাতা পুলিশের তরফে একটি মিম পোস্ট করা হয়, যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলির করমর্দনের বিষয়টি নিয়ে একটি জন সচেতনতামূলক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে সাধারণ নাগরিকদের জন্য। মিমটিতে লেখা রয়েছে সৌরভ কোহলিকে বলছেন, "বেটার লাক নেক্সট টাইম", কোহলি উত্তরে সৌরভকে বলেন, "থ্যাংকস দাদা" তারপরই নীচে লেখা রয়েছে— আজকে হারা ম্যাচ কাল জেতা যায়, জালিয়াতে টাকা নিলে ফিরে পাওয়া দায়।
যেহেতু দিল্লি, ব্যাঙ্গালোরের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে হারে ও পুনরায় শনিবার দিল্লি নিজেদের ঘরের মাঠে ব্যাঙ্গালোরকে হারায়, সেই সূত্র ধরেই বোঝানোর চেষ্টা করা হয়েছে, হারা ম্যাচ জেতা যায় কিন্তু জালিয়াতে টাকা নিলে ফিরে পাওয়া কঠিন। এর সঙ্গে আরও যুক্ত করা হয়েছে যেখানে ল্যাপটপের ছবি দিয়ে লেখা, 'অচেনা অ্যাপ ডাউনলোড করবেন না।'
অর্থাৎ সাধারণ মানুষকে সচেতনামূলক বার্তা দিতেই এই মিম পোস্ট করে কলকাতা পুলিশ।