IPL 2022 : শেষবার CSK-কে কবে হারিয়েছে কলকাতা, মনে আছে? রেকর্ড খুব একটা ভালো নয়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২২ এর প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। গতবারের ফাইনালে কলকাতাকে হারিয়ে চতুর্থবার খেতাব জিতেছিল চেন্নাই, ফলে এবার বদলা নিয়ে মরিয়া থাকবে নাইটরা।
কিন্তু মুখোমুখি লড়াইয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে বেশ খারাপ অবস্থা কলকাতার। এখনও অবধি ২৬ বার মুখোমুখি হয়েছে সিএসকে ও কেকেআর, আর তার মধ্যে মাত্র আটবার জিততে পেরেছে নাইটরা।
শেষবার, চেন্নাই সুপার কিংসকে ২০২০ সালের আইপিএলে হারাতে পেরেছিল কলকাতা। সেই মরশুমের প্রথম ম্যাচে কলকাতা চেন্নাইকে ১০ রানে হারিয়েছিল। রাহুল ত্রিপাঠির ৮১ রানের সুবাদে ১৬৮ রানের স্কোর তোলে কলকাতা, যার জবাবে ২০ ওভারে কেবল ১৫৭ রানই তুলতে পারে চেন্নাই।
কিন্তু তারপর চেন্নাইয়ের কাছে চারটি ম্যাচেই হারতে হয়েছে নাইটদের। ফলে এবার ভাগ্য ঘোরানোর বড় দায়িত্ব নিতে হবে শ্রেয়াস আইয়ারকে।