ঘরের মাঠে মরণ-বাঁচন ম্যাচের আগে অনুশীলনে কী করলেন রাসেল, রিঙ্কুরা?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: পাঞ্জাব কিংসের বিরূদ্ধে মরণ-বাঁচন ম্যাচের আগে শুক্রবার ইডেন গার্ডেন্সে ঐচ্ছিক অনুশীলন সারল কলকাতা নাইট রাইডার্স দল। তবে দিন অনুশীলনে দেখা গেল না অধিনায়ক নীতিশ রানা, লকি ফার্গুসন, টিম সাউদি সহ একাধিক খেলোয়াড়কে।
এদিন নেটে অনুশীলন করতে দেখা গেল আন্দ্রে রাসেলকে। রাসেল অবশ্য নেটে ব্যাট করতে গিয়ে ছয় মারার চেয়ে আউট হলেন বারবার। অব্যশই দলের হয়ে অতিরিক্ত দায়িত্ব নিতে প্রস্তুত রিঙ্কু সিং। দীর্ঘক্ষণ ব্যাট করলে নেটে। হাঁকালেন বড় বড় ছক্ক।
এদিন দেখা গেল তিন স্পিনারের আধিপত্য। বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, সুয়াশ শর্মা দীর্ঘক্ষণ নেটে বল করলেন। যেহেতু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে তাই হতে পারে বৃষ্টি। এদিন নাইট রাইডার্স কোচ চন্দ্রকান্ত পন্ডিত, ইডেনের পিচ কিউরেটর সূজন মুখার্জির সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন। সব মিলিয়ে পয়েন্ট তালিকার একেবারে খাদের কিনারা থেকে উঠে আসতে পারে কিনা কেকেআর সেটাই এখন দেখার।