পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কি একাদশ নিয়ে নামতে পারে কলকাতা?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। নিঃসন্দেহে ম্যাচটি ডু অর ডাই দুই দলের জন্যই। এক দিকে সাত নম্বর স্থানে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে পাঞ্জাব, অন্যদিকে ৮ পয়েন্ট নিয়ে আট নম্বর স্থানে নাইটরা।
এই পরিস্থিতিতে ঘরের মাঠে পাঞ্জাবকে হারিয়ে ১০ পয়েন্টের ভিড়ে থাকতে চাইবে নাইটরা। গত ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়টি নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে নীতিশ রানাদের। এবার পাঞ্জাবের বিরুদ্ধে কি একাদশে কোনও বদল আনবে নাইট ম্যানেজমেন্ট?
ওপেনিংয়ে রহমনুল্লাহ গুরবাজ ও জেসন রয়ের জুটিই অব্যাহত থাকতে চলেছে। তিন, চার ও পাঁচে যথারীতি মিডল অর্ডার সামলাবেন ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা ও রিঙ্কু সিং।
অলরাউন্ডার হিসেবে দুই ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনের জায়গা বরাবরই পাকা থাকে।
এদিকে বোলিংয়ে তিন পেসার শার্দুল ঠাকুর, বৈভব অরোরা ও হর্ষিত রানা থাকছেন। আর মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী থাকবেন দলে।
রহমনুল্লাহ গুরবাজ, জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শার্দুল ঠাকুর, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।