জয়ের ধারা ধরে রাখতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামবে কলকাতা নাইট রাইডার্স!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের জেরে বর্তমানে দারুণ ফর্মে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে নাইটরা। এই পরিস্থিতিতে কলকাতার সামনে এবার দিল্লির বড় চ্যালেঞ্জ।
রবিবার দিল্লির বিরুদ্ধে নামার আগে জোর প্রস্তুতি সারছে কলকাতা নাইট রাইডার্স। তবে তাদের একাদশে কোনও পরিবর্তন হবে কিনা, সে নিয়ে প্রশ্ন উঠছে!
কেকেআরের বোলিংয়ে কোনও পরিবর্তন হবে না, এমনটাই আশা করা হচ্ছে। উমেশ যাদব, রাশিখ সালাম ও প্যাট কামিন্সের পেস ব্যাটারি নাইটদের জন্য দারুণ সাফল্য দিয়েছে মুম্বই ম্যাচে। অন্যদিকে দুই স্পিনার সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীও বেশ কার্যকরী প্রমাণিত হয়েছেন।
তবে কলকাতার ব্যাটিং নিয়ে বড় চিন্তা। ভেঙ্কটেশ আইয়ার ফর্ম ফিরে পেলেও মুম্বই ম্যাচে শুরুতে কিছুটা নড়বড়ে ছিলেন। অজিঙ্ক রাহানে প্রথম ম্যাচের পর থেকে ফর্মে নেই, তবে রাহানের উপরেই ভরসা রাখবেন শ্রেয়াস। এদিকে নীতিশ রানা একেবারে ছন্দে নেই, তবুও এই ম্যাচে তাকে খেলানোর জায়গাতেই রয়েছে টিম ম্যানেজমেন্ট। ফলে অপরিবর্তিত একাদশেই নামতে চলেছে কলকাতা।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ - ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), স্যাম বিলিং (উইকেটকিপার), নীতিশ রানা, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, সুনীল নারাইন, রাশিখ সালাম, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।