IPL 2022 : দেখে নিন চেন্নাইয়ের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে KKR এর সম্ভাব্য একাদশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২২ এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। রবীন্দ্র জাদেজার নেতৃত্বাধীন এক নবসজ্জিত চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জিততে মরিয়া কলকাতা।
আর এই পরিস্থিতিতে সকলের মনে প্রশ্ন, কেমন হতে চলেছে নাইটদের একাদশ। এক্সট্রা টাইম বাংলা সেই নিয়েই একটি সম্ভাব্য একাদশ তৈরি করল।
অ্যারন ফিঞ্চের অনুপস্থিতিতে ভেঙ্কটেশ আইয়ারের সাথে অজিঙ্ক রাহানেকে নামানো হতে পারে। ওয়াংখেড়ে স্টেডিয়ামকে খুব ভালো চেনেন রাহানে, এবং কলকাতার ব্যাটিং অর্ডারে অ্যাঙ্কর হিসেবে ভূমিকা নিতে পারেন রাহানে। তিনে অবশ্যই অধিনায়ক শ্রেয়াস আইয়ার, এবং চার নম্বরে নামবেন বাঁ হাতি নীতিশ রানা।
উইকেটকিপার ব্যাটার হিসেবে পাঁচ নম্বরে জায়গা করে নেবেন ইংরেজ তারকা স্যাম বিলিংস, যিনি আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত। এরপর ছয় ও সাতে দুই ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন থাকবেন।
এরপর আট নম্বরে বোলিং অলরাউন্ডার হিসেবে শ্রীলঙ্কার চামিকা করুণারত্নে ও আফগানিস্তানের মহম্মদ নবির একজনকে বাছা হতে পারে। নির্ভর করছে কেকেআর কোন বিভাগকে শক্তিশালী করবে, পেস না স্পিন! যদিও এই দুই অলরাউন্ডারই শেষের দিকের ওভারগুলিতে আক্রমণাত্মক ব্যাটিং করতে সক্ষম।
এরপর দুই পেসার হিসেবে খেলবেন উমেশ যাদব ও শিবম মাভি। প্যাট কামিন্স ও টিম সাউদির না থাকাটা অবশ্যই বড় ধাক্কা, আর সেক্ষেত্রে উমেশকে বড় দায়িত্ব নিতে হবে। আর প্রধান স্পিনার হিসেবে খেলবেন বরুণ চক্রবর্তী।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ - ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নীতিশ রানা, স্যাম বিলিংস (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, চামিকা করুণারত্নে / মহম্মদ নবি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, শিবম মাভি।