গুজরাটকে হারাতে কোন পরিকল্পনায় নামবে কলকাতা নাইট রাইডার্স?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জিতে হারের ধারা থামিয়েছে নাইটরা। এবার গুজরাটকে হারিয়ে লিগ টেবিলের উপরে উঠতে চাইবে কলকাতা।
তবে গতবারের মত চমক এবার হওয়া কঠিন। হার্দিক পান্ডিয়া, রশিদ খান, শুভমন গিল, ডেভিড মিলার সমৃদ্ধ এই গুজরাট দলকে হারানো কঠিন। তবে কলকাতার ব্যাটিং বিভাগও যথেষ্ট ছন্দে রয়েছে।
জেসন রয়ের দুর্দান্ত ফর্ম নিঃসন্দেহে বড় ফ্যাক্টর হবে নাইটদের জন্য। পাশাপাশি ইডেন গার্ডেন্সে শেষ দুই ম্যাচেই কেকেআর ২০০+ রান তুলেছে, যা থেকে বোঝায় ঘরের মাঠে কতটা শক্তিশালী কলকাতার ব্যাটিং।
তবে বোলিং বিভাগ নিয়ে চিন্তা থাকবে নাইটদের। আরসিবির বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাক হলেও কেকেআরের বোলিং সেভাবে ফর্মে নেই। উমেশ যাদব ও শার্দুল ঠাকুরকে বাড়তি দায়িত্ব নিতে হবে। সুয়াশ শর্মা ও বরুণ চক্রবর্তীর স্পিন, সাথে সুনীল নারাইন ও আন্দ্রে রাসেলের প্রভাব বড় ভূমিকা রাখবে।
নারায়ণ জগদীশন (উইকেটকিপার), জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারাইন, ডেভিড উইসে, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।
ইমপ্যাক্ট প্লেয়ার - সুয়াশ শর্মা