হায়দ্রাবাদের বিরূদ্ধে মরণ-বাঁচন ম্যাচে কী ফিরবেন জেসন রয়? কী হবে নাইটদের প্রথম একাদশ?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আইপিএলে মরণ-বাঁচন ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। হারলেই প্লে অফের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে। এই অবস্থায় জিততে মরিয়া কলকাতা নাইট রাইডার্স শিবির। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামার আগে নাইটদের ভাবাচ্ছে ওপেনিং জুটি। আজ কি মরণ-বাঁচন ম্যাচে জেসন রয়কে প্রথম একাদশে ফেরানো হবে? এটাই সবথেকে বড় প্রশ্ন।
পিঠে চোটের কারণে আগের ম্যাচে মাঠে নামতে পারেননি ইংল্যান্ডের এই ওপেনার। তাঁর পরিবর্তে রহমানুল্লাহ গুরবাজ ও জগদীশন ওপেন করতে নেমেছিলেন। কিন্তু নিজেকে ভালভাবে মেলে ধরতে পারেননি জগদীশন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে জয়ের জন্য জেসন রয়ের দিকেই তাকিয়ে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের পর দু’দিন নেটে অনুশীলন করেছেন ইংল্যান্ডের এই ওপেনার। গুরবাজের সঙ্গে যদি ওপেন করতে নামেন রয় তাহলে নাইটদের ওপেনিং জুটি আরও শক্তিশালী হবে।
তবে চার বিদেশী নিয়মের কারণে রয় অথবা গুরবাজ যেকোনো একজন খেলবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ডেভিড উইজির বদলে দলে আসতে পারেন লকি ফার্গুসন/ টিম সাউদি। কেকেআরের স্পিন ত্রয়ী বজায় রাখার জন্য সুযোগ পাবেন নারীনও। অন্যদিকে রাসেল দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য।
অন্যদিকে সানরাইজার্সের টপ অর্ডার ব্যাটারদের মধ্যে ধারাবাহিকতার যথেষ্ট অভাব দেখা গিয়েছে। গত ম্যাচে অভিষেক শর্মাকে উপরের দিকে পাঠানোর সিদ্ধান্ত একেবারে সঠিক প্রমাণিত হয়েছে। দলের অন্য ওপেনার ময়াঙ্ক আগরওয়ালের থেকেও ভালো পারফরম্যান্সের আশা করা হচ্ছে। সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে এখনও পর্যন্ত সেভাবে টিম গেম দেখতে পাওয়া যায়নি। যদি হায়দ্রাবাদকে প্লে-অফে যেতে হয়, যদি নিজেদের আশা জিইয়ে রাখতে হয়, তাহলে দলের ব্যাটারদের ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করতেই হবে।
কলকাতা নাইট রাইডার্স: জেসন রয়/রহমানুল্লা গুরবাজ, এন জগদীশান (উইকেটরক্ষক), বেঙ্কটেশ আইয়ার, নিতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, টিম সাউদি/লকি ফার্গুসন।
সানরাইজার্স হায়দরাবাদ: মায়াঙ্ক আগারওয়াল, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এডেন মার্করাম (অধিনায়ক), হ্যারি ব্রুক, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), আকিল হোসেন, মায়াঙ্ক মার্কন্ডে, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন।