দিল্লির বিরুদ্ধে কী বসানো হবে স্টার্ককে? দেখুন কলকাতার সম্ভাব্য একাদশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার বিশাখাপত্তনমে আইপিএল ২০২৪-এর ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে নাইটরা। তবে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাইকে হারিয়ে জয়ের রাস্তায় এসেছে ঋষভ পন্থের দিল্লি। ফলে ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে, তা ধরে নেওয়াই যায়।
তবে পরপর দুই ম্যাচ জিতলেও, নাইট ম্যানেজমেন্টের মাথায় চিন্তা থাকবে তারকা অজি পেসার মিচেল স্টার্ককে নিয়ে। দুই ম্যাচে বল হাতে মোট ১০০ রান দিয়ে বসেছেন তিনি। ২৪ কোটির রেকর্ড দামে সই হয়ে এলেও কোনও প্রভাবই ফেলতে পারেননি স্টার্ক? এই পরিস্থিতিতে তাকে বসিয়ে শ্রীলঙ্কার গতিময় পেসার দুষ্মন্ত চামিরাকে খেলাবে কলকাতা? চলুন দেখে নিই কী একাদশে দিল্লির বিরুদ্ধে নামবে নাইট রাইডার্স?
ওপেনিংয়ে শুরু করবেন ফিল সল্ট ও সুনীল নারাইন। গত ম্যাচে এই দুই ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়ে বেসামাল হয়ে গিয়েছিল বেঙ্গালুরুর বোলিং। এরপর তিনে নামবেন ছন্দে ফেরা ভেঙ্কটেশ আইয়ার। চার ও পাঁচ নম্বরে যথাক্রমে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও নীতিশ রানা নামবেন। আর ছয়ে রমনদীপ সিং নামতে পারেন। এরপর সাতে ও আটে যথাক্রমে রিঙ্কু সিং ও আন্দ্রে রাসেলের বিস্ফোরক জুটি খেলবেন।
বোলিংয়ের কথা বললে, সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীর স্পিন জুটিতে ভরসা রাখছে নাইটরা। অন্যদিকে হর্ষিত রানার সাথে আপাতত মিচেল স্টার্ককেই রাখতে পারে কলকাতা। হয়ত আরও কিছু ম্যাচ সুযোগ পেতে পারেন এই অজি পেসার। আর প্রয়োজনে আন্দ্রে রাসেলের মিডিয়াম পেস আর ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সুয়াশ শর্মা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। ব্যাটিংয়ে জোর বাড়াতে চাইলে সেক্ষেত্রে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে অঙ্গক্রিশ রঘুবংশীকেও খেলাতে পারে কলকাতা।
ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারাইন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নীতিশ রানা, রমনদীপ সিং, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
ইমপ্যাক্ট প্লেয়ার - সুয়াশ শর্মা / অঙ্গক্রিশ রঘুবংশী