কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন এই বিধ্বংসী ক্রিকেটার!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন তাদের নতুন বিদেশী খেলোয়াড়। তিনি হলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জনসন চার্লস। বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের পরিবর্ত হিসেবে যোগ দিয়েছেন চার্লস।
সোমবার কেকেআর নাইট ক্লাবের তরফ থেকে চার্লসের আগমণের ঘোষণা ও ছবি দেওয়া হয়। সেই ছবিতে দেখা যাচ্ছে, টিম হোটেলে ঢুকছেন চার্লস, তবে বড্ড ক্লান্ত দেখা গিয়েছে তাকে।
সেইন্ট লুসিয়ার এই ক্রিকেটার ছয় বছর পর গত অক্টোবর মাসে ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে কামব্যাক করেন। চলতি বছরের মার্চে, তিন নম্বরে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৬ বলে ১১৮ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন চার্লস।
যদিও এটি জনসন চার্লসের প্রথম আইপিএল অভিযান, কিন্তু বিশ্বজুড়ে একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে এসেছেন তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে শুরু করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ, শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ ও আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলেছেন তিনি।